বাংলা সিনেমার ঐতিহ্যের কথা সৌরভের মুখে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা – বুধবার জাঁকজমকপূর্ণ ভাবে উদ্বোধন হয়ে গেল ৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। একপাশে দেব, অন্যপাশে সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে যেন বসেছিল চাঁদের হাট। বাংলা সিনেমার ঐতিহ্যের কথা সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মুখে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের পর থেকে কৌশিক গঙ্গোপাধ্যায়-সুজিত গঙ্গোপাধ্যায়ের মতো পরিচালক, দেব-সোহমের মতো অভিনেতা বাংলা সিনেমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তা প্রশংসনীয় ৷” মুখ্যমন্ত্রীর প্রশংসা তিনি জানান, “অতিথিরা কোথায় বসবেন, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়, সেই দিকে কড়া নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী ৷”
উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোরের পরিবর্তে ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম ফ্রান্স। সে দেশের ২১ টি ছবি দেখানো হবে। এবছর আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মোট ১৭৫ টি ছবি। মুখ্যমন্ত্রীর লেখা গানে সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্য়ায়ের নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান।