দক্ষিণী এল ক্লাসিকো, দেখে নিন মুম্বই-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই - ১৮তম আইপিএলের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। সুপার সানডে-তে যেন দক্ষিণী এল ক্লাসিকো। চেন্নাইয়ের ব্যাটন ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে। অন্যদিকে মুম্বইয়ের দায়িত্বে হার্দিক পান্ডিয়া। তবে স্লো-ওভার রেটের জন্য এই ম্যাচে নির্বাসিত হার্দিক। পরিবর্তে মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
চোটের জন্য মুম্বই শিবিরে নেই জাসপ্রীত বুমরা। তবে স্বস্তির খবর ট্রেন্ট বোল্ট থাকছেন মুম্বইয়ে। চেন্নাইয়ে আবারও রবীন্দ্র জাডেজার সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে। এই সবের মাঝে মূল আকর্ষণ ‘চিরযুবক’ মহেন্দ্র সিং ধোনি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচ শুরুর আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ –
ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, শিবম দুবে, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মাতিসা পাথিরানা
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ –
রোহিত শর্মা, রায়ান রিকলটন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নমন ধীর, রবিন মিঞ্জ, মিচেল স্য়ান্টনার, করবিন বশ, দীপক চাহার, করন শর্মা, ট্রেন্ট বোল্ট