আম্বেদকর ইস্যুতে শাহকে তোপ দক্ষিণী অভিনেতা থলপতি বিজয়ের
নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু - বিআর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা। শাহের পদত্যাগের দাবিও জানান বিরোধীরা। এবার শাহকে তোপ দাগলেন দক্ষিণী অভিনেতা থলপতি বিজয়।
নিজের এক্স হ্যান্ডেলে থলপতি বিজয় লেখেন, “কারও কারও বিআর আম্বেদকরের নামে অ্যালার্জি আছে। আম্বেদকর অতুলনীয় রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী। তিনি সমস্ত ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনাকে জাগ্রত করেছিলেন। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আসুন আমরা আমাদের হৃদয়ে আনন্দের সঙ্গে তাঁর নাম উচ্চারণ করি।“
উল্লেখ্য, মঙ্গলবার সংসদে বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।“