'সাইবার শক্তি' অভিযানে বড় সাফল্য রাজ্যের! পুলিশের জালে জামতাড়া গ্যাংয়ের ৪৬ জন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - শুধু সচেতনতা বৃদ্ধি নয় সাইবার অপরাধ প্রতিরোধ করতে সাইবার শক্তি' অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। আর তাতেই মিলল বড় সাফল্য। গত ১৫ দিনে তদন্ত চালিয়ে ৪৬ জন সাইবার প্রতারকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সংখ্যক সিমকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড।
সূত্রের খবর, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতীম সরকার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, "আসানসোল, বীরভূম, দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান থেকে একাধিক অভিযোগ জমা পড়ে। কোনও বিখ্যাত সংস্থার নাম করে মূলত সাইবার প্রতারণা করা হয়। ডিজিটাল অ্যারেস্টের অভিযোগও উঠেছে বহু। এছাড়া ভুয়ো চাকরি, ভুয়ো বিনিয়োগ, গ্যাস লাইন দেওয়ার নামে প্রতারণা, সেক্সটরশন-সহ একাধিক অভিযোগ ওঠে। সে কারণে অপারেশন ‘সাইবার শক্তি’ চালু করে রাজ্য পুলিশ। ১০টি টিম গঠন করা হয়। বীরভূম, আসানসোল, চন্দননগর, পূর্ব বর্ধমান-সহ একাধিক জায়গায় ছোট ছোট দলে ঘাঁটি গেড়ে বসে প্রতারণা করে। তল্লাশি চালিয়ে সাইবার প্রতারকদের গ্রেফতার করা হয়। এরা সকলেই ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত। বিভিন্ন সূত্র ধরে তদন্ত করে গত ১৫ দিনে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়। মাসখানেকের মধ্যে পাওয়া ২৫০টি অভিযোগের ৯০ শতাংশ সমাধান করা হয়ে গিয়েছে।"
এডিজি আরও জানান, "ধৃতরা বিভিন্ন জায়গায় ছোট ছোট দলে ভাগ হয়ে বাড়ি ভাড়া নিত। সেখানে বসে প্রতারণা করত। তারপরই গা ঢাকা দিত তারা। ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক ডেবিট, ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অ্যাকাউন্টগুলি থেকে পাওয়া টাকা প্রতারিতদের ফেরত দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে।"