'যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার', বার্তা শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার চাকরি। কার্যত দিশেহারা অবস্থা সবার। এবার এই নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানালেন যোগ্যদের পাশে আছে সরকার।
শুক্রবার সংবাদমাধ্যমে ব্রাত্য বসু বলেন, "এসএসসির দেওয়া তথ্য ও পরিসংখ্য়ানের ভিত্তিতেই তো বলা হচ্ছে। তাহলে আপনারা কেন বলছেন যোগ্য ও অযোগ্য এসএসসি ভাগ করতে পারেনি তা নয়। হয়তো বলতে পারেন কোর্ট তাতে সন্তুষ্ট হচ্ছে না। যোগ্য আর অযোগ্যর একটা ভাগাভাগির প্রধান বিচারপতির রায়ের পরে আমরা বুঝতে পারছি। যারা যোগ্য ও বঞ্চিত তাদের প্রতি যাতে একটা একটা মানবিক দৃষ্টিভঙ্গি থাকে তার আবেদনও করছি। আমার দায়িত্ব থেকে বলতে পারি, বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, মানবিক ও রাজনৈতিক ভাবে তাঁদের পাশে থাকব।"
শিক্ষামন্ত্রী আরও বলেন, "আপনারা যেটা বলছেন এক দলের বেতন ফেরত দেওয়া হবে, এক দলের ফেরত দেওয়া হবে না, এটা তো সুপ্রিম কোর্টের রায় দেখে বলছেন। এটা এসএসসির তথ্যের উপর বলছেন। আপনারা যে বলছেন, এসএসসি যোগ্য-অযোগ্য ভাগ করতে পারেনি, তা নয়। হয়তো বলতে পারেন, কোর্ট সম্পূর্ণত সন্তুষ্ট হয়নি।"
পাশাপাশি চাকরিহারাদের অনেকেই শুক্রবার থেকে স্কুলে যাচ্ছেন না। সংবাদমাধ্যমের তরফে ব্রাত্যকে এই কথা জানাতেই শিক্ষামন্ত্রী বলেন, "আমার মনে হয় এই তথ্য ঠিক নয়। কাল মুখ্যমন্ত্রী তাঁদের কী করণীয়, তা বলে দিয়েছেন। আমাদের কাছে এমন তথ্য নেই যে, তাঁরা যাচ্ছেন না।"