সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য, আগামী বছর এসএসসি মামলার শুনানি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বৃহস্পতিবারেও ঝুলে রইল এসএসসি মামলার শুনানি। পরবর্তী শুনানি হবে ২০২৫-র জানুয়ারিতে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে সকাল সাড়ে দশটা থেকে এসএসসি মামলার শুনানি শুরু হয়। সেই শুনানি চলাকালীন অতিরিক্ত শূন্যপদ এবং ওএমআর শিট নিয়ে প্রধান বিচারপতির একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। সমস্ত সওয়াল জবাবের পর পরবর্তী শুনানি আগামী বছর ৭ জানুয়ারি হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।
সূত্রের খবর, ২৬০০০ চাকরিজীবীর নিয়োগ বাতিল মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে রাজ্য। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যকে ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে একাধিক প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার। বৃহস্পতিবার সকাল ১০টা ৩৫ মিনিটে শুরু হয় শুনানি। এদিকে শুনানিতে এসএসসির ২০১৬ সালের পুরো প্যানেলটাকে নিয়েই সন্দেহ প্রকাশ করেন প্রধান বিচারপতি। এদিন শুনানির প্রথমেই রাজ্যর অবস্থান জানতে চান প্রধান বিচারপতি। পাশাপাশি যোগ্য-অযোগ্য বাছাই করা না-গেলে পুরো প্যানেল বাতিল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ।
এদিন শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অতিরিক্ত শূন্যপদ তৈরি ও ওএমআর শিট নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, অতিরিক্ত শূন্য পদ তৈরি ও ওএমআর শিট নিয়ে। তিনি জানতে চান, "ওএমআর শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনও নিয়ম আছে? ওএমআর শিটের মিরর ইমেজ কি এসএসসি সংরক্ষণ করেছিল? এসএসসি-র কি উচিত ছিল না মিরর ইমেজ রেখে দেওয়া? কারণ এ ক্ষেত্রে আসল নথি হচ্ছে ওএমআর। ওএমআর শিট পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকলে, সেটা ওএমআর থেকেই দেখা যেত।সঠিক বিষয় হল এসএসসি মিরর ইমেজ রাখেনি। আসল কপি নেই। প্রমাণ বলতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে। আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই। এমনকি স্ক্যানিং-এ অনিয়ম করা হয়েছে। কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না?"