লোকাল ট্রেন বদল হওয়ায় রেল অবরোধ যাত্রীদের
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - ট্রেন নিয়ে ফের দুর্ভোগের স্বীকার যাত্রীরা। শুক্রবার সকালে ট্রেন বদল হওয়ায় অশোকনগরে বিক্ষোভ করেন যাত্রীরা। অবরোধ রুখতে লাঠিচার্জ করে পুলিশ ।
সূত্রের খবর, শুক্রবার সকাল ৮ . ১০ এর মাঝেরহাট লোকালের বদলে দেওয়া হয় বারাসাত লোকালে। সেই কারণেই অশোকনগর তিন নম্বর রেলগেটের কাছে অবরোধ করেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জিআরপি এবং অশোকনগর থানার পুলিশ। প্রথমে রেল পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। তারপর অবরোধ তুলতে রেল পুলিশ লাঠি চালানো শুরু করে। নিত্যযাত্রীরাও পাল্টা পুলিশের দিকে পাথর ছুটতে থাকেন। স্টেশন চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। নিত্যযাত্রীদের অবরোধের জেরে বন্ধ হয়ে যায় রেললাইনের উপর দিয়ে যাওয়া 35 নম্বর জাতীয় সড়কও।
প্রসঙ্গত, রেল পুলিশ অবরোধ সরিয়ে দিয়েছে। যশোর রোডে যান চলাচল শুরু হয়েছে ৷ রেল কর্তৃপক্ষ শিয়ালদা-বনগাঁ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।