News details

image

Rabi Mondal / 20 December, 2024

দলবিরোধী কাজে কড়া পদক্ষেপ, বহিষ্কৃত তৃণমূলের দুই শীর্ষ নেতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গত ২৫ নভেম্বর কালীঘাটের বৈঠকে দলের শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিম।এরপর ডিসেম্বরেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শিক্ষাসেলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয় এই খবর। বহিষ্কৃতরা হলেন মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদার। 

 সূত্রের খবর, লোকসভা ভোটের বিপুল জয়ের পর সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'গেম চেঞ্জার দাদা' বলে পোস্ট করেছিলেন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশংকর। সেই তাকেই বিরোধী কাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি পদে ছিলেন প্রীতম হালদার। তাঁকেও সরানো হয়েছে তৃণমূল থেকে। শুক্রবার এক বিবৃতিতে দলের সমস্ত পদ থেকে বহিষ্কারে সিদ্ধান্ত ঘোষণা করেন শিক্ষাসেলে সভাপপতি, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। 

 এ ছাড়াও যুব তৃণমূলের সম্পাদক পদে থাকা আর এক নেতা তরুণ তিওয়ারিকেও বহিষ্কার করেছে তৃণমূল৷ যুব তৃণমূলের এই নেতার বিরুদ্ধে গতকালই বড়বাজার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়৷ এক ব্যবসায়ী তরুণ তিওয়ারির বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন৷ এর পরই ওই যুব নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেয় তৃণমূল৷ যুব তৃণমূলের সভানেত্রী ও সাংসদ সায়নী বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে তরুণ তিওয়ারিকে বহিষ্কারের কথা জানিয়েছেন৷ তৃণমূল বহিষ্কার করার পাশাপাশি অভিযুক্ত ওই নেতাকে গ্রেফতার করেছে পুলিশও৷