ফাইলেরিয়ার ঔষুধ খেয়ে অসুস্থ পড়ুয়া, হাওড়া স্কুলে উত্তেজনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া - ফাইলেরিয়া ঔষুধ খাওয়ানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার ছড়াল হাওড়ার নিবড়া কনভেন্ট জুনিয়র বেসিক স্কুলে। ঔষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে কিছু ক্ষুদে পড়ুয়ারা। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে।
সূত্রের খবর, জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে হাওড়ার স্কুলগুলিতে বাচ্চাদের ফাইলেরিয়া প্রতিরোধের ঔষুধ খাওয়ানোর কর্মসূচি নেওয়া হয়। সেই অনুযায়ী আজ নিবড়া কনভেন্ট জুনিয়র বেসিক স্কুলেও এই কর্মসূচি পালন করা হয়। তবে অভিযোগ ঔষুধ খাওয়ানোর পরেই অসুস্থ বোধ করে কয়েকজন শিশু। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ অভিভাবকেরা স্কুলে এসে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অভিভাবকদের অভিযোগ, ' জোর করে আমাদের বাচ্চাদের এই ঔষুধ খাওয়ানো হয়েছে। এই বিষয়ে আমাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। আমাদের খবর দেওয়া হয় যে আমাদের বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে, এসে দেখি অজ্ঞানের মতন হয়ে আছে। এখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি। বাচ্চাদেরকে জিজ্ঞাস করা হলে তারা বলে যে তাদের জোর করে ঔষুধ খাওয়ানোর পরেই তারা অসুস্থ হয়ে পড়ে।'
যদিও ঘটনা প্রসঙ্গ স্কুলের টিচার ইন চার্জ অমর চট্টোপাধ্যায় জানিয়েছেন, " বাচ্চাদের ফাইলেরিয়া ঔষুধ খাওয়ানো হয়েছিল। কিন্তু এখানে এরম কিছু হয়নি। অন্যান্য ক্লাসেও খাওয়ানো হয়েছে সেখানে কারোর কিছু হয়নি। মোট ৯৩ জনকে খাওয়ানো হয়েছিল, তাদের মধ্যে ২-৩ জনের কিছু সমস্যা হয়েছে পরে আবার ঠিক হয়ে গেছে।"
উল্লেখ্য, এই ফাইলেরিয়া রোগ ও ঔষুধ সম্পর্কে সিনিয়র পিএইচআর কর্মী বিদিশা দাস জানিয়েছেন, " ফাইলেরিয়া একটি মশাবাহিত রোগ। যেখানে এখন মশা কামড়ালে পড়ে গিয়ে ভবিষ্যতে গোদ রোগের দেখা দেয়। তার জন্য সরকারের পক্ষ থেকে বাচ্চাদের জন্য ঔষুধের ব্যবস্থা করেছে। স্কুলের পক্ষ থেকে সকলকে মিটিং করে জানানো হয়েছিল যে বাচ্চাদের এই ঔষুধ খাওয়ানো হবে। যদি কোনো কোন বাচ্চার শরীরে প্রচুর পরিমাণে কৃমি থাকে সে কৃমি গুলো মরতে শুরু করে তখন তাদের বমি, মাথা ঘোরানো ও ঝিমানো ভাব থাকে। তারপর ঠিক হয়ে যায়।"