'মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি', বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এখনও কয়েকদিন বাকি আছে রামনবমীর। কিন্তু তার আগেই তুঙ্গে রাজনৈতিক তরজা। এবার প্রশাসনকে কাঠগড়ায় তুলে পুলিশের ‘ভূমিকা’ নিয়ে করলেন কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে জয় শ্রীরাম গালি"।
মঙ্গলবার বিধানসভার বাইরে থেকে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, "মমতা বলেছিলেন, দেখে নেবেন রামনবমীর মিছিল যেন কোনও মুসলিম এলাকা দিয়ে না যায়। এবারও আমরা আশঙ্কা করছি। যেভাবে বাংলাদেশএর মতো রাজাবাজার, বজবজে, বীরভূমে মন্দিরে, মূর্তিতে হামলা করেছে। একই ঘটনা রামনবমীতে ঘটাতে পারে। আমরা পুলিশের প্রোফর্মা পেয়েছি। এটি কেউ ফিল-আপ করবেন না। তাতে কমিটির নাম, পুজোর স্থান, সেক্রেটারির নাম, প্রশেসন হবে কিনা, প্রসেসনের রুট, ওই রুটে অন্য ধর্মের প্রতিষ্ঠান আছে কিনা, মুসলিম মহল্লার নাম আছে কিনা। অন্য কোনও সম্প্রদায়কে নিয়ে ভাবছেন না মুখ্যমন্ত্রী, রাজীব কুমার ও মনোজ ভর্মা। জেনে রাখুন, হিন্দু পুজোতে গণ্ডগোল করার মতো লোক থাকে না। রামনবমী ২০২৫-এ আবেদন করব গতবছরের অনুমতি ও রুটের কাগজ পুলিশকে দেবেন। নতুন পাঠানো প্রোফর্মা ফিল আপ করবেন না। ২০২৪ সালের পর এটি দ্বিতীয় রামনবমী। এবছর মহাকুম্ভ হয়েছে, তাই হিন্দুদের কাছে এবছর গর্বের। এই বছর রামনবমী সর্বত্র আনন্দ, বীরত্বের সঙ্গে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি।"
বিজেপি নেতা আরও বলেন, "রাম নবমী ভালো করে হবে এবছর এরাজ্যে। আমিও মাঠে থাকব। গতবার প্রায়৫০ লাখ হিন্দু রাস্তায় নেমেছিল। এবার ২ হাজার মিছিল হবে। ৩ কোটি হিন্দু সম্প্রদায়ের মানুষ রাজপথে থাকবে। কোনো অনুমতি নেবেন না। রামনবমীতে এবার এত বড় মিছিল হবে যে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার দিয়েও হিন্দু জনতার জয় শ্রী রাম ধ্বনি আটকাতে পারবেন না। আমরা ৮ ও ৯ তারিখ মিছিলে থাকব, ক্ষমতা থাকলে আটকান।"