বিহার বধ বাংলার, বিজয় হাজারের কোয়ার্টারে সুদীপরা
নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা – চলতি বিজয় হাজার ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলা। বিহারকে হারিয়ে গ্রুপে শীর্ষে থাকার সুবাদে সরাসরি বিজয় হাজারের কোয়ার্টারে ফাইনালে চলে গেল সুদীপরা। বিহারের বিরুদ্ধে ৪৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পেয়েছে বাংলা।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে শেষ হয়ে যায় বিহারের ইনিংস। স্কোর ২৩৫ রান। বিহারের হয়ে পিয়ুষ সিং সর্বাধিক ৮৯(১১২) রান তোলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ৯ টি চার দিয়ে।
এছাড়া বিহারের হয়ে বিপিন সৌরভ ৩৪(৪৪) রান, বৈভব সূর্যবংশী ২৬(১৬) রান, বলজিত সিং বিহারী ২২(৫৩) রান তোলেন। বাংলার হয়ে প্রদীপ্ত প্রামাণিক ৩ টি, মুকেশ কুমার ২ টি, করণ লাল ২ টি, মহম্মদ শামি ১ টি, সায়ন ঘোষ ১ টি ও কৌশিক মাইতি ১ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪২.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৯ রান তুলে জয়ের হাসি হাসল বাংলা। ওপেনার তথা বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ১২৮ বলে ১০৭ রান তুলে অপরাজিত ছিলেন। ১৩ টি চার ও ১ টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ঝোড়ো ইনিংস।
আরেক ওপেনার অভিষেক পোড়েল ৫৩ বলে ৫৫ রান স্কোরবোর্ডে যোগ করেন। সুদীপ চ্যাটার্জী মাত্র ১(৪) রান তুলে সাজঘরে ফেরেন। সুমন্ত গুপ্তা ৩০(২৯) রান ও করণ লাল ৩৭(৩৯) রান তোলেন। বিহারের হয়ে উইকেট নেন সূর্য কাশ্যপ ২ টি ও হিমাংশু সিং ২ টি করে।