সুকান্ত মজুমদারের মুর্শিদাবাদ চলো অভিযান, বিজেপির সংগঠনের জোর বৃদ্ধি
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সল্টলেকে এক বেসরকারি হোটেলে বুধবার একটি দলীয় বৈঠক সংগঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, দলীয় নেতৃত্ব সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখলেন তিনি।
সূত্রের খবর, সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, " বৈঠকে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। দলকে শক্তিশালী করতে বুথ স্তরে জোরদার কর্মসূচি নেওয়া হবে।" এছাড়াও, তিনি " মুর্শিদাবাদ চলো" অভিযান ঘোষণা করেন। যা আগামী ১৪ বা ১৫ তারিখ সংগঠিত হতে চলেছে।
এই অভিযান নিয়ে সুকান্ত মজুমদার বিস্তারিতভাবে বলেন, " কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে কর্মকর্তারা বাইকে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আমাদের এই বাইক মিছিল।"
রাজ্য সভাপতির নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, " জেলা সভাপতি নির্বাচনটা আমাদের হাতে আছে সেটা আমরা করে ফেলেছি। কিন্তু রাজ্য সভাপতি নির্বাচনটা কেন্দ্রীয় নেতৃত্বের অন্তর্গত তাই সে বিষয়ে আমাদের কিছু বলার নেই। ১২ - ১৪ কোটি সদস্যের দল তাই যে কোন সিদ্ধান্ত সম্মিলিতভাবে গ্রহণ করা হবে।"
এছাড়াও, ‘অপারেশন সিঁদুর’ নাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করে বলেন, " বামপন্থীদের এটা অভ্যাস তারা এখন প্রাসঙ্গিক থাকার জন্য এই বিতর্ক তৈরি করছেন। বিগত কয়েকদিনে বাম নেতাদের চ্যাটের যে ছবি ভাইরাল হয়েছে তাতে বোঝা যায়, যারা সিঁদুর বিশ্বাস করে না তাদের থেকে এই প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়।”