News details

image

Rabi Mondal / 11 December, 2024

ক্ষমা চেয়ে তৃণমূল সুপ্রিমকে চিঠি সুখেন্দুশেখরের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - আরজি কর কাণ্ডের সময় প্রকাশ্যে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন সুখেন্দুশেখর। সে সময় একের পর এক বিতর্কিত পোস্ট করা নিয়ে লালবাজারও তলব করেছিল তাঁকে। তবে এবার দলের সঙ্গে দূরত্ব কমছে সুখেন্দুশেখরের। এবার ভুল স্বীকার করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন তিনি।

আরজি কর কাণ্ডের পর থেকে সুখেন্দুশেখর রায়ের পোস্ট ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তৃণমূলের কোনও বৈঠকে দেখা যায়নি সুখেন্দু শেখরকে। এমনকি তাঁকে ডাকা হয়নি কর্মসমিতির বৈঠকেও। তবে এবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মধ্যেস্থতায় কমছে দূরত্ব। কুণালের পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন সুখেন্দু। ভুল স্বীকার করে লেখেন, “মেয়ের বাবা হিসেবে আর জি কর কান্ড নিয়ে ব্যথিত ছিলাম। বিভিন্ন খবরে নানাভাবে বিভ্রান্ত হয়েছি।”

চিঠির পরেই গলছে বরফ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালে দলের সাংসদ মুখপাত্র ডেরেক ও ব্রায়েন সুখেন্দুশেখরের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। বিকেলে রাজ্যসভার সাংসদের নিয়ে যে বৈঠক রয়েছে, তাতে আমন্ত্রণও জানানো হয়েছে তাঁকে।