পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় তীব্র ভর্ৎসণা করল সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বুধবারও শিক্ষা নিয়োগে দুর্নীতির মামলায় জামিন হল না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সেইসঙ্গে পার্থের কপালে জুটল তীব্র ভর্ৎসণা। দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে তিনি এত সহজে জামিন পেতে পারেন না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একইসাথে জামিন মামলার রায়দান স্থগিত রাখল আদালত।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চে। পার্থের মামলার শুনানি ছিল। এদিন তাঁর আইনজীবী মুকুল রোহতগি পার্থের জামিন চেয়ে সওয়াল করেন। তাতে বিচারপতিরা জানান, পার্থ যদি দুর্নীতিগ্রস্ত হন, তবে এ ভাবে তাঁর জামিন পাওয়া উচিত নয়। সেইসঙ্গে রায় ঘোষণা স্থগিত রেখেছেন বিচারপতিরা। এদিন বিচারপতি সূর্যকান্ত বলেন, "আপনার মক্কেলর কাছ থেকে কোটি কোটি নগদ উদ্ধার হয়েছে। উনি একজন দুর্নীতিবাজ। এই ধরণের দুর্নীতিবাজকে মুক্তি দিলে সমাজে কী প্রভাব পড়বে তা বিবেচনা করতে হবে।"
সেই সঙ্গে বিচারপতি বলেন, "একজন মন্ত্রী হয়েও একাধিক লাভজনক সংস্থায় যুক্ত ছিলেন। তাঁর ও অর্পিতা মুখোপাধ্যায়ের মালিকানাধীন সংস্থান নামে সম্পত্তি কেনা হয়েছে। তিনি ভুয়ো সংস্থা খুলে তাতে ভুয়ো ডিরেক্টর নিয়োগ করেছেন। উনি খুব ভালো করে জানতেন যে তিনিই নিজেই মন্ত্রী। তাই এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়ার ক্ষমতা আর আরও নেই। আর তিনি নিজে তো নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেবেন না। আদালত ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তৎপরতায় এই সব তথ্য প্রকাশ্যে এসেছে।"
এরপরেই আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলে ওঠেন "অর্পিতা জামিন পেলে আমি পাব না কেন?" তার প্রত্যুত্তরে সুপ্রিম কোর্টের তরফে সাফ জানানো হয়, "আপনি মন্ত্রী ছিলেন, সবাই নন। ফলে আপনার দপ্তরে কী হচ্ছে, তার দায় আপনার উপর বর্তায়। আর আপনি জামিন পেলে তদন্ত কীভাবে প্রভাবিত করতে পারেন, তা আগে খতিয়ে দেখতে হবে।"