মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - গত মঙ্গলবার রাতে মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশবাসী। এই দুর্ঘটনার জন্য দায় কার? কোথায় রয়েছে গাফিলতি? উঠেছে একাধিক প্রশ্ন। এই নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এবার সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।
সোমবার এই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিবি সঞ্জয় কুমারের বেঞ্চে। প্রধান বিচারপতি বলেন, "যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই মামলায় বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই ইস্যুতে আপনাদের এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হওয়া উচিত।"
উল্লেখ্য, মামলাকারী হলেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী। তাঁর দাবি, যে সব সরকারি আধিকারিকের গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। এই মামলায় কেন্দ্র সরকার, উত্তরপ্রদেশ সরকার সহ সব রাজ্যের সরকারকে পক্ষ হিসাবে তুলে ধরা হয়েছে। যাতে আগামী দিনে এই ধরণের দুর্ঘটনা না ঘটে।
মঙ্গলবার রাত ২টো নাগাদ ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য জমায়েত করেন প্রায় ১০ হাজারের বেশি পুণ্যার্থী। সেই সময় ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝখানে পুণ্যার্থীদের ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। তখনই পদপিষ্টের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, র্যাফ, পুলিশ। পাঠানো হয় অ্যাম্বুল্যান্স।
প্ৰয়াগরাজের সমস্ত হাসপাতালে জারি করা হয় হাই অ্যালার্ট। মৃত ৩০ জনের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। আহত শতাধিক। নিখোঁজ বহু শিশু।