সুপ্রিম সিদ্ধান্ত, আপাতত স্থগিত শাহি জামা মসজিদের সমীক্ষা
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - শুক্রবার উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদের সমীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, নিম্ন আদালত সমীক্ষার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না।
এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, যতদিন না পর্যন্ত হাইকোর্টে মামলার শুনানি হচ্ছে, ততদিন শাহি জামা মসজিদে সমীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না নিম্ন আদালত। মসজিদ কর্তৃপক্ষকে সমীক্ষার নির্দেশের জন্য আবেদন করতে হবে হাইকোর্টে।
উল্লেখ্য, গত রবিবার শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। পুলিশ-উন্মত্ত জনতার সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। সমীক্ষা চলাকালীন অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী ও ব়্যাপিড অ্যাকশন ফোর্স। তবুও ছড়ায় অশান্তি।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল ৬টা নাগাদ উত্তরপ্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদের কাছে পৌঁছয় সমীক্ষক দলের সদস্যরা। দলে ছিলেন জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া, পুলিশ সুপার কৃষ্ণ বিষ্ণোই, মহকুমাশাসক বন্দনা মিশ্রা, সার্কেল অফিসার অনুজ চৌধুরী ও তহসিলদার রবি সোনকার।
পুলিশ সূত্রে খবর, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে উন্মত্ত জনতা। এমনকি হামলাকারীরা গুলি গুলিও চালায় বলে অভিযোগ। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় তাঁরা। হামলাকারীদের রুখতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। দু পক্ষের সংঘর্ষে প্রাণ হারান ৩ জন। আহত হন ১ পুলিশকর্মী ও ২ জন হামলাকারী।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শাহি জামা মসজিদ আসলে শ্রী হরিনাথ মন্দির, এই দাবি জানিয়ে গত ১৯ নভেম্বর কেলা দেবী মন্দির কমিটির তরফে মামলা করা হয়। মামলাকারীদের আবেদনের পর শাহি জামা মসজিদের ভিডিওগ্রাফি সমীক্ষা করার নির্দেশ দেন বিচারক আদিত্য সিং।