News details

image

Rabi Mondal / 12 December, 2024

সুপ্রিম নির্দেশ, আপাতত স্থগিত মন্দির-মসজিদে সমীক্ষা

নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বৃহস্পতিবার মন্দির-মসজিদে সমীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতে সমস্ত ধর্মীয় স্থানে আইনের কিছু ধারাকে চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের করা হয়েছিল। আবেদনকারীদের মধ্যে অন্যতম হলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।    

এদিন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে ১৯৯১ সালের উপাসনাস্থল আইন পরিবর্তনের আবেদন নিয়ে শুরু হয় শুনানি। তবে শুনানি শুরু হতেই মন্দির-মসজিদে সমীক্ষা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, সমস্ত ধর্মীয় স্থানে সমীক্ষা নিয়ে কোনও নির্দেশ দিতে পারবে না কোনও আদালত। যদি নতুন করে সমীক্ষা চেয়ে কোনও মামলা দায়ের করা হয়, তাহলেও কোনও আদালতে শুনানি হবে না। আপাতত ৪ সপ্তাহের জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গত মাসে শাহি জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশ। পুলিশ-উন্মত্ত জনতার সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। সমীক্ষা চলাকালীন অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী ও ব়্যাপিড অ্যাকশন ফোর্স। তবুও ছড়ায় অশান্তি।