বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিনিধি, দিল্লী - বুধবারের পর শুক্রবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিধানসভা থেকে ওয়াকআউট করল বিজেপি। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে এই অভিযোগ জানিয়ে প্রথমে বিধানসভার ভিতরে বিক্ষোভ জানায় তাঁরা। তার পরেই সেখান থেকে ওয়াকআউট করে গেড়ুয়া শিবির।
বৃহস্পতিবার বীরভূমে হিন্দু মন্দির ভাঙা ও অন্যান্য মন্দিরে হামলার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, অশোক দিন্দাসহ আরও অনেকে। এরপর তাঁরা ধর্মীয় স্বাধীনতা নিয়ে মুলতুবির প্রস্তাব আনতে চাইলে অনুমতি পায়না বিজেপি। তারপরেই বিধানসভার ভিতরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ করে বিজেপি ও সেখান থেকে ওয়াকআউট করেন তাঁরা।
এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, "ভারতীয় সংবিধানের ধর্মের স্বাধীনতার কথা বলা আছে। ২৫, ২৬, ২৭, ২৮ ধারা বারেবারে লঙ্ঘিত হচ্ছে। যেমন ফালাকাটা, গার্ডেনরিচ, রাজাবাজার, নোদাখালি, বেলডাঙা- বিশেষ সম্প্রদায় হিন্দুদের অনুষ্ঠানে বাধা তৈরি করছে। অবিলম্বে এই জিনিস বন্ধ করা উচিত। অথচ রাজ্য এ বিষয়ে ব্যর্থ। বিধানসভায় এ বিষয়ে আলোচনার দাবি জানালে সেখানে খারিজ করা হয়। রাজ্যের যত জ্বলন্ত ইস্যু আছে তা নিয়ে কোনও কিছু বলতে দেওয়া হচ্ছে না, পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে প্রশ্নোত্তর নেওয়া হয় না, আমরা কোথায় বলব? লোক কি পাঠিয়েছে শুধু বিধায়ক ভাতা পাওয়ার জন্য আর ৬০ লক্ষ রেকমেন্ডশনের জন্য?"