বাংলাদেশ ইস্যুতে ফের সরব শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বাংলাদেশ ইস্যুতে ফের সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হলে ভারতে আন্দোলন তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷ সেইসঙ্গে সারা পৃথিবীর হিন্দুদেরও এক হওয়ার বার্তা দিয়েছেন তিনি৷ এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষও করেন শুভেন্দু।
মঙ্গলবার বাংলাদেশ নিয়ে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘আমরা আরও তীব্র করব আমাদের অবরোধ, বয়কট, আন্দোলন ৷ গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়ার৷ পড়শু রানি রাসমনি রোডে সনাতনীদের সমাবেশ হবে। চিন্ময়দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি চাই। আর কোথাও হিন্দু দের ওপর অত্যাচার যাতে না হয় তার জন্য এই সমাবেশ।’’
বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষও করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন "মুখ্যমন্ত্রী এখন হিন্দুদের ভয় পাচ্ছেন । সোমবার পেট্রাপোলে কোনোরকম ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু উপস্থিত হয়েছিলেন । সেই কারণে মুখমন্ত্রী হিন্দুদের ভয় পাচ্ছেন । তাই মুখ্যমন্ত্রী নানা কথা বলে তৃণমূলের সঙ্গে থাকা কিছু সংখ্যক হিন্দুদের ধরে রাখার মরিয়া চেষ্টা চালাচ্ছেন ৷ আমাদের দেশের পতাকায় পা। খাবার কেন অনেক কিছু বন্ধ করব। চিকিৎসা বন্ধের কথাও বলেছি। মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিক্যাল স্ক্যাম সামলান। রোহিঙ্গা ভরে গেছে। যদি হিন্দু হই এদের তাড়াব।"