News details

image

Rabi Mondal / 14 November, 2024

তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু

 

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - তৃণমূলকে নিয়ে ফের একবার ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।বৃহস্পতিবার নন্দীগ্রাম বিধানসভার সমবায় সমিতির উদযাপনের অনুষ্ঠান হয় রতনপুর বাসস্ট্যান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে  বিস্ফোরক মন্তব্য করেন তিনি ।

বিজেপি নেতা বলেন, "নরেন্দ্র মোদী বোঝেন বলেই আবার রাজ্যে সমবায় এনেছেন ভোট করছেন। কিন্তু যারা আজ সাড়ে ১৩ বছর রাজ্য চালাচ্ছে তারা এইসব বোঝেন না। জানেন না, তারা শুধু লুট করতে জানে। শুধু সমবায় ব্যাঙ্ক নয়। রাজ্যে কোথাও তৃণমূল ভোট করে না। আর ভোট করলে লুট করে। তাদের বিশেষ ধরনের কিছু লোক আছে। তাদের সঙ্গে আবার পুলিশ থাকে।"

সেইসঙ্গে রাজ্যের ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্যের শাসক দলের ওপর কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ।তিনি বলেন," শুধু কী ট্যাব না কী? কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকার দুর্নীতি। রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। মরেনি সমব্যথীর টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা প্রকল্প পাবেন না, যেখানে দুর্নীতি, চিটিংবাজি হচ্ছে না। আর অফিসাররা এর সঙ্গে যুক্ত। ঝাড়ার প্রতিযোগিতা হচ্ছে। "