সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনে জয়জয়কার ভারতীয়দের
নিজস্ব প্রতিনিধি, লখনউ - সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনে জয়জয়কার শুধুই ভারতীয়দের। মহিলাদের সিঙ্গলসে অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু, পুরুষদের সিঙ্গলসে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন লক্ষ্য সেন ও মহিলাদের ডাবলসে তৃষা জলি-গায়ত্রী গোপীচাঁদ জুটি ট্রফি জিতেছেন।
এই টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই হিসেবে নেমেছিলেন পিভি সিন্ধু। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন চীনের উ লুয়ো ইউ। ম্যাচের ফলাফল সিন্ধুর পক্ষে ২১-১৪, ২১-১৬। চীনের প্রতিপক্ষকে হারিয়ে তৃতীয়বার সৈয়দ মোদি আন্তর্জাতিক ট্রফি জিতলেন সিন্ধু। এর আগে ২০১৭ ও ২০২২ সালে খেতাব জিতেছিলেন তিনি।
পুরুষদের সিঙ্গলসের ফাইনালে সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তের বিরুদ্ধে খেলতে নামেন ভারতের তরুণ তুর্কি লক্ষ্য সেন। সিঙ্গাপুরের প্রতিপক্ষকে ২১-৬, ২১-৭ ব্যবধানে হারিয়ে দেন ভারতীয় শাটলার। মহিলাদের ডাবলসে তৃষা জলি-গায়ত্রী গোপীচাঁদ জুটি ২১-১৮, ২১-১১ ব্যবধানে হারান চীনের বাও লি জিং-লি কিয়ান জুটিকে। এই প্রথমবার সৈয়দ মোদি আন্তর্জাতিক ট্রফি জিতল ভারতীয় শাটলার জুটি।