News details

image

Rabi Mondal / 09 December, 2024

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে আশ্রয় বন্ধু রাশিয়ার  

নিজস্ব প্রতিনিধি, মস্কো – সিরিয়ার রাজধানী দামাস্কাস দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী। এরপরই দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রশ্ন ছিল, কোথায় যাবেন তিনি। অবশেষে তা জানা গেল। আসাদকে ও তাঁর পরিবারকে আশ্রয় দিয়েছে বন্ধু রাশিয়া। এমনটাই দাবি করেছে রাশিয়ার একাধিক সংবাদমাধ্যম।

রাশিয়ার একাধিক সংবাদমাধ্যমের দাবি, মানবিকতার বিষয় বিবেচনা করেই রাষ্ট্রনেতা বাশার আল-আসাদ ও তাঁর স্ত্রী আসমা, সন্তানদের আশ্রয় দিয়েছে রাশিয়া। উল্লেখ্য, প্রথমে আসাদের বিমান সিরিয়ার উপকূলের দিকে উড়ে গিয়েছিল। পরে ইউটার্ন করে কয়েক মিনিটের মধ্যেই বিমানটি ওয়েবসাইটের লাইভ মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। 

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলে বিদ্রোহী গোষ্ঠীর। এই বিদ্রোহীদের নেতৃত্বে রয়েছেন তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের সহযোগী জইশ আল ইজ্জা। গত সপ্তাহে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় হামলা চালিয়ে একটি বড় অংশ দখল করে নেয় বিদ্রোহীরা।