ট্যাব দুর্নীতিতে নয়া মোড়, খোঁজ মিলল ফরেন আইপি অ্যাড্রেসের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ট্যাব কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য। ট্যাবের টাকা যাচ্ছে ভিনরাজ্যের বাসিন্দাদের কাছে। ট্যাব কেলেঙ্কারি রুখতে জেলায় জেলায় গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। তদন্তে এবার খোঁজ মিলল ফরেন আইপি অ্যাড্রেসের। সূত্রের খবর, ডেটা ম্যানউপুলেট করতে যে ডিভাইসগুলো ব্যবহার করে প্রতারকরা সেখান থেকেই ফরেন আইপি অ্যাড্রেসের হদিশ মিলেছে। তবে আইপিগুলি সত্যিই ফরেন আইপি নাকি তা নিয়ে খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।
গতকালের পর আজও ট্যাব কেলেঙ্কারির তদন্তে সল্টলেক বিকাশ ভবনে গেলেন কলকাতা পুলিশের সাইবার সেলের গোয়েন্দারা ৷ সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টের আধিকারিকরাও ৷ কীভাবে বাইরের কোনও লোক সরকারি পোর্টালের অ্যাক্সেস পেল তা জানার জন্য সেই পোর্টালের দায়িত্বপ্রাপ্ত একাধিক আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেন তদন্তকারীরা ৷ এই বিষয়ে লালবাজারের গোয়েন্দাদের দাবি, এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কেউ এই দুর্নীতির মূল মাথা।
প্রসঙ্গত গত কয়েকদিন ধরে ট্যাব দুর্নীতির পর্দাফাঁস করতে তৎপর তদন্তকারী সংস্থা ।রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা তছরূপের অভিযোগে উত্তরবঙ্গের ২ জেলা থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। মালদা থেকে ১ ও উত্তর দিনাজপুর থেকেও গ্রেফতার হয় ৩ জন। প্রতি ১০ হাজার টাকায় ৩০০ টাকা কমিশনে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ট্যাবের টাকা সরাচ্ছিল প্রতারকরা। শুধু রাজ্যে নয় ট্যাব কেলেঙ্কারির যোগ ভিনরাজ্যেরও।রাজ্য ও রাজ্যের বাইরে প্রায় ২৫০টি অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে যেখানে সরকারি প্রকল্পের টাকা চলে গিয়েছে। বহু ছাত্রছাত্রীর টাকা ক্রেডিট হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশায়। এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে সাতটি, ছত্রিশগড়ে পাঁচটি ও ওড়িশার একটি ভুয়ো অ্যাকাউন্টের হদিস মিলেছে।