লক্ষ্য ২০২৬ এর নির্বাচন! এপ্রিলে 'ব্রিগেড চলো' ডাক সিপিএমের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নতুন বছরে ফের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু করছে সিপিএম, লক্ষ্য ২০২৬ এর ভোট। তবে, সিপিএমের ডাকে নয় । কৃষক, শ্রমিক, খেতমুজর ও বস্তি সংগঠনের ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দু'দিনের রাজ্য কমিটির বৈঠক ছিল ৷ মঙ্গলবার বৈঠকের দ্বিতীয় দিনে ঠিক করা হয় সমাবেশের।
সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকেই রাজ্য–রাজনীতিতে শূন্য হয়ে গিয়েছে সিপিএম। তবে এবার নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সিপিএম। সেই মতো নতুন বছরে সিপিএমের ঐতিহ্য মেনে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজ্য সংগঠনে একপ্রস্ত আলোচনা হয়েছে। ২০২৫ সালের 20 এপ্রিল মাসে ব্রিগেড সমাবেশ করতে চলেছে সিপিএম বলে খবর। পার্টির সিটু, কৃষক ও খেতমজুর সংগঠনকে এই সমাবেশের দায়িত্ব দেওয়া হচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসে শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। মীনাক্ষী, সৃজন, প্রতীকুরদের সেই সমাবেশে মাঠ ভরলেও ভোটবাক্স ভরেনি ।
ক্রমশ কৃষক, শ্রমিক, খেতমুজর-রা মুখ ফিরিয়েছে বামেদের থেকে । এবার তাঁদের পাশে পেতে কাছে পেতে চাইছেন মহম্মদ সেলিম-বিমান বসুরা । এই কারণেই সিপিএম সরাসরি ব্রিগেডের ডাক না দিয়ে কৃষক, শ্রমিক, খেতমুজর সংগঠনের ডাকে সমাবেশের আয়োজন করতে চলেছে। যদিও এই যুক্তি মানতে নারাজ সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু। তিনি বলেন, "গরিব মানুষের পেটে লাথি মেরেছে তৃণমূল-বিজেপি । তাই, গরিব মানুষকে এককাট্টা করে হক আদায়ের জন্য ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে ।"