শুল্ক-বাণের পাল্টা মার! আমেরিকার বিরুদ্ধে ২৫% কর চাপাতে সম্মত ২৭ টি দেশ
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – গত সপ্তাহে বিশ্বের তাবড় তাবড় দেশের উপর শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই তালিকায় রয়েছে বন্ধু ভারত, চীন, পাকিস্তান, ব্রিটেন, অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ। এবার ট্রাম্পের শুল্ক-বাণের পাল্টা মার! আমেরিকার বিরুদ্ধে ২৫% কর চাপাতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশ।
সূত্রের খবর, আমেরিকার উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানোর বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশ। মার্কিন পণ্যের উপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব করেছে ইইউ। আগামী ১৬ মে থেকে শুল্ক কার্যকর হবে বলে নথিতে জানিয়েছে ইইউ।
উল্লেখ্য, চীনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, ব্রিটেন ১০%, থাইল্যান্ড ৩৬%, পাকিস্তানের উপর শুল্ক ২৯%, বাংলাদেশের উপর ৩৭%, সুইজারল্যান্ডের উপর ৩১%, ইজরায়েল, ফিলিপিন্সের উপর ১৭% শুল্ক চাপানোর কথা জানিয়েছেন। এছাড়া তুরস্ক, কলম্বিয়া, পেরু, কোস্টারিকা, চিলি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মিশর, সৌদি আরব, এল সালভাদর, মরক্কো, ত্রিনিদাদ তোবাগো, ব্রাজিল, গুয়েতেমালা, নিউজিল্যান্ড, হন্ডুরাস, আর্জেন্টিনা, ইকুয়েডর, জমিনিক, আরব আমিরশাহির উপর ১০% শুল্ক আরোপ করেছে।