অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিতে টিম ইন্ডিয়া
নিজস্ব প্রতিনিধি, শারজা - চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শুরুতেই চিরশত্রু পাকিস্তানের কাছে হেরে ধাক্কা খেয়েছিল টিম ইন্ডিয়া। সেই ধাক্কা সামলে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ২১১ রানের বিরাট ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠে গেল ভারত। সেমিতে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
শারজায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আমিরশাহি। প্রথমে ব্যাট করতে নেমে যুধাজিৎ-চেতনদের দাপুটে বোলিংয়ের সুবাদে ৪৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে আমিরশাহি। রায়ান খান আমিরশাহির হয়ে সর্বাধিক ৩৫(৪৮) রান তোলে। ভারতকে ১৩৮ রানের টার্গেট দেয় আমিরশাহি।
জবাবে ব্যাট করতে নেমে ১৬.১ ওভারেই ১৪৩ রান তুলে ম্যাচ জিতে নেয় আমনের ভারত। দুই ওপেনার আয়ুষ মাহত্রে ৬৭(৫১) রান ও বৈভব সূর্যবংশী ৭৬(৪৬) রান তোলেন। আমিরশাহির বিরুদ্ধে ১০ উইকেটে জিতলেন বৈভব-আয়ুষরা।