তেলেঙ্গানা হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর আল্লু অর্জুনের
নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা – শুক্রবার গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট। হায়দ্রাবাদে পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল আল্লু অর্জুনকে।
এদিন দক্ষিণী তারকাকে গ্রেফতারির পরই তোলা হয় আদালতে। আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল হায়দ্রাবাদের নিম্ন আদালত। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আল্লু অর্জুন। সেখানেই ৫০ হাজার টাকার বন্ডে তাঁর আবেদন মঞ্জুর করা হয়।
তেলঙ্গানা হাই কোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চ ঘটনার পর্যবেক্ষণ করে জানায়, মৃতের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে আদালতের। কিন্তু এর ফলে অভিযুক্তকে কী ভাবে দোষী বলা যায়? যে যে ধারায় মামলা করা হয়েছে, সেগুলি প্রযোজ্য হচ্ছে না। অভিনেতা বলে তাঁর ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। নাগরিক হিসাবে তাঁরও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে।
উল্লেখ্য, হায়দ্রাবাদের এক থিয়েটারে পুষ্পা ২-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করেছিল পুলিশ। সেই এফআইআরের ভিত্তিতে শুক্রবার সকালে বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণী তারকার পাশাপাশি আরও ২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রয়েছেন থিয়েটারের মালিক। তাঁদেরও অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।