সমবায় ভোট ঘিরে উত্তেজনা, টহলদারিতে কেন্দ্র বাহিনীর
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর -
অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্র বাহিনীর নজরদারিতে শুরু হল কাঁথিতে সমবায় ব্যাঙ্কের নির্বাচন৷ রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দুপুর ২টো পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তারপরই শুরু হবে গণনা। নির্বাচন ঘিরে তুঙ্গে রয়েছে উত্তেজনা। একদিকে শাসক তৃণমূল, অন্যদিকে বিরোধী বিজেপি।
সূত্রের খবর, রবিবার সকাল ৯ টা থেকে শুরু হয়েছে কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের ভোট ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কাঁথি ১, ২, ৩, ৪ ও এগরা ভোটগ্রহণ কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ থমথমে পরিবেশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান প্রক্রিয়া ৷ ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কাউকে জটলা করতে দেওয়া হচ্ছে না । শুধু কাঁথি নয়, কলকাতায় ওই ব্যাঙ্কের বড়বাজার শাখাতেও ভোটগ্রহণ চলছে । ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে মোট ১৪ টি কেন্দ্রে। দুপুর ২ টো পর্যন্ত চলবে ভোটগ্রহণ। তারপর শুরু হবে গণনা।
এবারের কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে ১০৮টি আসনে ভোট হচ্ছে। ৪৩০ জন প্রার্থী দাঁড়িয়েছে নির্বাচনে, যেখানে ভোটার সংখ্যা প্রায় ৮০,০০০ জন। ভোটে কারচুপি যাতে না তার জন্য বুথে বুথে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তবে সবচেয়ে বড় পরিবর্তন হলো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, যা রাজ্যের কোনও সমবায় নির্বাচনে এই প্রথম। এমনকী কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি রাখা হয়েছে একটি কুইক রেসপন্স টিম। কাঁথি মহকুমার মধ্যে পাঁচটি কেন্দ্রেই একই ছবি।