ভয়াবহ অগ্নিকাণ্ড লেকটাউনে, আতঙ্কে এলাকাবাসীরা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ফের অগ্নিকাণ্ড শহরে।শুক্রবার সকালে লেকটাউনের দক্ষিণদাড়ি পোস্ট অফিসের কাছে একটি দোতলা বাড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আপাতত হতাহতের কোনও খবর নেই।
সূত্রের খবর, শুক্রবার বেলা ১২টা নাগাদ পোস্ট অফিসের কাছে আগুন লাগে। প্রথমে বাড়ির নিচের তলায় আগুন লাগে বলে খবর। বাড়ি থেকে বেরিয়ে আসেন সদস্যরা। দ্রুত সেই আগুন বাড়ির বাকি অংশে ছড়িয়ে পড়ে। দোতলায় আগুন লেগে যায়। বাড়িতে প্রচুর কাঠের আসবাবপত্র থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আপাতত হতাহতের কোনো খবর নেই।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর দক্ষিণদাঁড়ির একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় ভয়াবহ আকার নেয় আগুন। পরে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।