শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বসন্তের সৌন্দর্য
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - বসন্তের মনোরম পরিবেশে যখন শুশুনিয়া পাহাড় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, ঠিক সেই সময়েই অগ্নিকাণ্ডের ঘটনা সকলকে স্তম্ভিত করে তোলে। লাল পলাশের সৌন্দর্য মুহুর্তের মধ্যে ছাইয়ে রূপান্তরিত হয়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে শুশুনিয়া পাহাড়ের পূর্ব দিকে আগুনের ধোঁয়া স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। সঙ্গে সঙ্গে তারা ছাতনা বন দফতরে খবর দেয়। আগুন নেভানোর জন্য বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যার দিকে ফের পাহাড়ে আগুন চোখে পড়ে। ধীরে ধীরে সেই আগুন পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। বনদফতরের একের পর এক দল ঘটনাস্থলে গেলেও কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারে না। ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না বন দফতরের কর্মীরা। রাতের দিকে পাহাড়ি বাতাসের ঝাপটায় আগুন আরও কয়েকগুণ বেড়ে যায়। অবশেষে জানা যায়,শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে । এই অগ্নিকান্ডের ফলে শুধু যে গাছপালার ক্ষতি হয়েছে তা নয়, সঙ্গে পরিবেশের বাস্তুতন্ত্রের ওপরেও একটি দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।
এই প্রসঙ্গে উত্তর বন বিভাগের ডি. এফ. ও জানিয়েছেন, ধূমপান বা যেহেতু এটি একটি পর্যটন এলাকা তাই বাইরে থেকে লোকজন এসে পিকনিকের সময় রান্নাও করে সেখান থেকেই সম্ভবত আগুনটা লেগেছে।
আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে , আমাদের প্রায় ৪০ জন লোক পাহাড়ের ওপরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন।
তিনি আরও বলেন, এখানের রেঞ্জেদের বলা হয়েছে এন্ট্রি পয়েন্ট গুলি বন্ধ করে দিতে। সাধারণ ভাবে যারা ঢোকে তারা যেন ঢুকতে না পারে এবং ভবিষ্যতে যদি এরম কারোর বিরুদ্ধে আগুন লাগানোর ঘটনার কথা শোনা যায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নেওয়া হবে।