‘ভারতের জাতীয় ধর্ম সনাতন’, বার্তা যোগীর
নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা – দিন কয়েক আগেই একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার অযোধ্যায় এক ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি বললেন, ‘ভারতের জাতীয় ধর্ম সনাতন’।
শুক্রবার অযোধ্যার আশরফি ভবন আশ্রমের অষ্টোত্তরশত শ্রীমদ্ভাগবত পাঠ ও পঞ্চ নারায়ণ মহাযজ্ঞের অনুষ্ঠানে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরপ্রদেশের মানুষদের আনন্দ, সমৃদ্ধি ও শান্তির জন্য সন্তদের সঙ্গে যজ্ঞ করেন তিনি।
যোগী আদিত্যনাথ বলেন, “ভারতের জাতীয় ধর্ম সনাতন। প্রত্যেক নাগরিককে সম্মিলিতভাবে এটিকে রক্ষা করতে হবে। এখন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বংশধররা রিকশা চালাচ্ছে। অতীতের ধ্বংসাত্মক কর্মের ফলই এখন ওরা পাচ্ছে। যদি ওরা মন্দির ভাঙা থেকে বিরত থাকত, তাহলে কি ওদের এমন অবস্থা হত? যারাই এমন কাজ করেছে তাদের পতন হয়েছে। তাই অতীতে দেশের শাসকরা যে ভুলগুলো করে গিয়েছে আমাদের সেগুলো থেকেই শিক্ষা নিতে হবে।“