পুরসভার ইঞ্জিনিয়ারকে প্রাণনাশের হুমকি এগরার কাউন্সিলরের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - এলাকা জুড়ে চলছে অবৈধ নির্মাণ। বাধা দিতে গেলে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার কে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই অভিযোগ উঠছে এগরা পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মহকুমাশাসক ও এগরা পুরসভার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
সূত্রের খবর, এগরা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনমুন মিশ্র ত্রিপাঠী। তিনি সরকারি নিয়ম না মেনে বাড়ি তুলছেন বলে জানতে পারেন এগরা পুরসভার অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার স্বপনকুমার গায়েন। সঙ্গে সঙ্গে তিনি নির্মাণস্থলে পৌঁছে যান। অবৈধ নির্মাণ বন্ধ করতে বলেন। কিন্তু বাড়ির মালিক কোনওভাবেই কাজ বন্ধ করতে চাননি বলে অভিযোগ স্বপনবাবুর। এরপরেই বিষয়টি এগরা পৌরসভার চেয়ারম্যানের কাছে জানান তিনি।
অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে পুরসভার চেয়ারম্যানের ঘরে বৈঠক ডাকা হয়। সেখানে স্বপন বাবু জানান পুরসভার কাউন্সিলর শেখ সুরজ আলী নিজে দাঁড়িয়ে থেকে ওই মুনমুন মিশ্র ত্রিপাঠির বাড়ি সমস্ত কাজ তদারকি করছেন। তারপরেই ওই বৈঠকেই পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতে এগরা পুরসভার কাউন্সিলর শেখ সুরজ আলি ওই ইঞ্জিনিয়ারকে কাজে বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। ইঞ্জিনিয়ার কে আরো বলেন কাজের সাইডে গেলে তাকে দেখে নেবেন।
ইঞ্জিনিয়ার স্বপন গায়েন বলেন, "শেখ সুরজ আলি নিজে দাঁড়িয়ে থেকে মুনমুন মিশ্র ত্রিপাঠির বাড়ি সমস্ত কাজ তদারকি করছেন, বাধা দিতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে।" তবে পুরসভার চেয়ারম্যান অফিস স্টাফ ও কাউন্সিলরের মধ্যে গন্ডগোল বলে চাপা দেবার চেষ্টা করেন বিষয়টি।