চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ শুক্রবার
নিজস্ব প্রতিনিধি, দুবাই – আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। আগেই বিসিসিআই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে যাবে না ভারতীয় দল। পিসিবিকে হাইব্রিড মডেলের বিকল্প দিয়েছিল পিসিবি। কিন্তু তা মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই টানাপড়েনের জেরে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করা সম্ভব হয়নি। এবার জট কাটাতে শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইসিসি।
আগামী ২৯ নভেম্বর আইসিসির বৈঠক। এই বৈঠক ভার্চুয়ালভাবে হতে পারে। সেখানে পিসিবিকে হাইব্রিড মডেলে রাজি হওয়ার জন্য একটি লোভনীয় প্রস্তাব দেওয়া হবে। সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বাড়তি টাকা ইনসেন্টিভের প্রস্তাব দেবে আইসিসি। তাতেও যদি পিসিবি রাজি না হয় তাহলে সদস্য ও সহযোগী দেশের মধ্য়ে ভোটের মাধ্যমে টুর্নামেন্টের ভেনু ঠিক করবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
উল্লেখ্য, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। রাজনৈতিক ইস্যুতে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না ভারতীয় দল।