সাত পাকে বাঁধা পড়লেন 'সোনার ছেলে' নীরজ, পাত্রী কে?
নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ - কাউকে টের পেতেই দিলেন না। ঘুণাক্ষরে জানতেও পারল না মিডিয়া। ঘুচল মোস্ট এলিজেবল ব্যাচেলার-এর তকমা। চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজেই সেই কথা জানালেন তিনি। এখন প্রশ্ন, পাত্রী কে?
ইনস্টাগ্রামে ৩ টি ছবি পোস্ট করেছেন নীরজ। ছবিতে দেখা যাচ্ছে, নীরজের পরনে ছিল হালকা গোলাপি রংয়ের শেরওয়ানি, সাদা রংয়ের প্যান্ট। মাথায় ছিল হালকা গোলাপি রংয়ের পাগড়ি। পাত্রীর পরনে ছিল হালকা গোলাপি রংয়ের লেহেঙ্গা।
ছবির ক্যাপশনে নীরজ লিখেছেন, "আমার পরিবারের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু হল। প্রত্যেকের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ যা আমাদের এই মুহুর্ততে পৌঁছে দিল। ভালোবাসার বন্ধনে আবব্ধ হলাম সারা জীবনের মতো।" হিন্দিতে লেখা নীরজ, মাঝে হৃদয়ের ইমোজি, হিমানি।
বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুই পরিবারের ৪০-৫০ জন সদস্য। নীরজের কাকা জানিয়েছেন, হিমাচল প্রদেশে 'ডেস্টিনেশন ওয়েডিং' করেছেন নীরজ ও হিমানি। গত ১৪, ১৫, ১৬ জানুয়ারি তাঁদের বিয়ের বিভিন্ন আচার সম্পন্ন হয়েছে। বিদেশে মধুচন্দ্রিমা কাটাতে বিদেশে উড়ে গিয়েছেন নীরজ ও হিমানি।
নীরজের স্ত্রী হিমানি হরিয়ানার মেয়ে। পড়াশোনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে। ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয়ে সহকারী কোচ হিসাবে কাজ করেছেন তিনি। কলেজে মেয়েদের টেনিস দলের এক গুরুত্বপূর্ণ সদস্য তিনি। এখন স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন হিমানি।