জমকালো রেখা গুপ্তর শপথগ্রহণের অনুষ্ঠান, নিরাপত্তার চাদরে মোড়া রাজধানী
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – বুধবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য রেখা গুপ্তর নাম ঘোষণা করেছিল বিজেপি। বৃহস্পতিবার রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন প্রবেশ বর্মা। শুরু হয়ে গিয়েছে শপথের তোড়জোড়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দিল্লির রাজপথ।
শপথগ্রহণের অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে সাধারণ সাফাইকর্মী। আমন্ত্রণের তালিকায় রয়েছেন সমাজের সব স্তরের মানুষ। এর মধ্যে রয়েছে প্রথম সারির শিল্পপতি, সেলিব্রিটি, ফিল্মস্টার, গিগ কর্মী, ট্যাক্সি ও অটোরিকশা চালক, কৃষক এবং বস্তির প্রধানরা।
রেখা গুপ্তর মন্ত্রীসভায় যে ৬ সদস্য শপথ নেবেন, তাঁর মধ্যে রয়েছেন জাঠ নেতা প্রবেশ বর্মা, দিল্লির বিজেপির প্রাক্তন সভাপতি সতীশ উপাধ্যায়, প্রাক্তন আপ মন্ত্রী কপিল মিশ্র, অমিত শাহ ঘনিষ্ঠ পঙ্কজকুমার সিং এবং রবীন্দ্র ইন্দ্রজ সিং।