News details

image

Rabi Mondal / 08 December, 2024

অঙ্গনওয়াড়ি সহায়িকাকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে খুন করল স্বামী

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - স্ত্রীকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে খুন করল স্বামী। পারিবারিক অশান্তির জেরে এই খুন। মৃতার নাম পিঙ্কি লোহার। খবর পেয়ে পিঙ্কির বাড়ির লোক বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পিঙ্কির স্বামীকে।

সূত্রের খবর, আট বছর আগে বিষ্ণুপুর শহরের ৮ ওয়ার্ডের পিঙ্কির সঙ্গে বিয়ে হয় বিষ্ণুপুর থানার এম আই টি সংলগ্ন কামারপুকুর গ্রামের বাপি লোহারের। ওই দম্পতির বছর সাতেকের একটি শিশু সন্তানও রয়েছে। শনিবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করছিলেন পিঙ্কি। সেই সময়ে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে বাপি। জানাজানি হতেই ওই অঙ্গনওয়াড়ি সহায়িকার বাপের বাড়ির তরফে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

পিঙ্কি লোহারের বাপের বাড়ির অভিযোগ পারিবারিক অশান্তি হচ্ছিল দীর্ঘদিন ধরে। শ্বশুরবাড়ির লোকজন পিঙ্কির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছিল। ইতিমধ্যেই বাপিকে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায় পুলিশ।