প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার, শোকের ছায়া ময়দানে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মাত্র ৩৯ বছরেই থেমে গেল সব যুদ্ধ। হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সময়টুকু দিলেন না তিনি। অকালে চলে গেলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ময়দানে।
সূত্রের খবর, সোমবার দুপুরে খাওয়া-দাওয়ার পর নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন শুভজিৎ। বিকেলে তাঁকে বহু ডাকাডাকি করেন তাঁর বাবা-মা। কিন্তু কোনও সাড়া পাননি। বাড়িতেই ডেকে পাঠানো হয় চিকিৎসক। তিনি পরীক্ষা করে জানান, আর বেঁচে নেই শুভজিৎ।
হৃদরোগে আক্রান্ত হয়েই শুভজিৎ প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসক। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন একসময়ের সতীর্থ লক্ষ্মীরতন শুক্লা।
২০১৪ সালে বিজয় হাজারে ট্রফিতে অভিষেক হয়েছিল শুভজিতের। রনজি ট্রফিতেও খেলেছেন তিনি। ব্যাটিং-বোলিং দুই করতেন তিনি। দীর্ঘদিন ইস্টবেঙ্গলের হয়েও খেলেন। ইটসবেঙ্গলে অধিনায়ক ও সহ অধিনায়কের ভূমিকা পালন করেন শুভজিৎ।