'মাফিয়াদের ঠাঁই নেই'! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, মালদা - সমাজে মাফিয়াদের কোনও জায়গা নেই। মঙ্গলবার মালদহে প্রশাসনিক সভা থেকে আবার মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের প্রসঙ্গে শোক প্রকাশ করেন তিনি। তারপরেই মঞ্চ থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
সূত্রের খবর, মঙ্গলবার মালদহে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মঞ্চে উপস্থিত ছিলেন কাউন্সিলর দুলালের স্ত্রী চৈতালি সরকার। এদিন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির সুরে বলেন, "সমাজে মাফিয়াদের কোনও স্থান নেই। যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কোনও জায়গা নেই। দুলাল সরকার, যাকে আমি বাবলা বলে চিনি সেই ছাত্র রাজনীতির সময় থেকে, তাকে হারানো মানে আমার স্বজনকে হারানো। ওর পরিবারের পাশে আমি, আমরা আছি। ওর স্ত্রী চৈতালি এখানে আছে। ওকে বলব, মন ভেঙো না। দুলালের অসম্পূর্ণ কাজ তুমি সম্পূর্ণ করো।"
মুখ্যমন্ত্রী আরও বলেন, "যাঁরা মানুষকে ভালবাসেন তাঁরাই আমার স্বর্গ। যাঁরা সেবা করেন, যাঁরা গরিব মানুষকে কাছে টেনে নেন, তাঁরাই আমার ভালবাসা, আমার মানবিক দিক। বিডিও, ডিএম, ওসি, পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদ— সবাইকে বলব সপ্তাহে এক দিন এক ঘণ্টা করে গরিব মানুষের বাড়িতে যান। যাঁর ক্ষমতা নেই তাঁর জন্য চা, দুধ, চিনি কিনে নিয়ে যান। বলুন, আসুন চা খাই। এ টুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না। মাটির দাওয়ায় বসবেন। চেয়ার দিলে বসবেন। জিজ্ঞাসা করবেন। আপনার কি কোনও সমস্যা আছে?"