পুরোনো বিবাদের জেরে বাড়িতে আগুন লাগিয়ে দিল প্রতিবেশী
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পুরোনো বিবাদের জেরে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্থ ব্যক্তির দাবি তাঁর বাবা গ্রামের মোড়ল বলে সেই রাগ থেকে আগুন লাগিয়েছে স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের সিউড়ি থানা এলাকার মিনিস্টিল গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।
সূত্রের খবর, বীরভূমের সিউড়ি থানা এলাকার মিনিস্টিল গ্রামের বাসিন্দা মজবুল আনসার। সোমবার রাতে ওই এলাকার কিছু যুবক গিয়ে প্রথমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় মজবুলকে। পরে তাঁদের একটি ঘরে আগুন লাগিয়ে দেয় ওই যুবকেরা। মূলত ওই এলাকার একটি জমিকে কেন্দ্র করে আগেই দুপক্ষের মধ্যে অশান্তি হয়েছে। তবে এদিনের অশান্তি কেন হয়েছে তা স্পষ্ট নয়। তবে অভিযুক্ত বাবু আনসারি এলাকার তৃণমূল নেতা হিসাবে পরিচিত। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
মজবুল আনসারের অভিযোগ, "আমার বাবা গ্রামের মোড়ল। তাই আনসারী সহ বেশকিছু যুবক তাঁদের পক্ষে বিচার করার জন্য অভিযোগকারীদের চাপ দেয়। কিন্তু রাজি না হওয়ায় এই আক্রমণ।"