ফের বাড়ল রান্নার গ্যাসের দাম
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ডিসেম্বরের শুরুতেই ফের বৃদ্ধি পেল রান্নার গ্যাসের দাম। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল ১৫.৫ টাকা। তবে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডার অর্থাৎ, গৃহস্থ্যের সিলিন্ডারের দাম একই রাখা হয়েছে। এবার থেকে বাণিজ্যিক সিলিন্ডারের জন্য খরচ পরবে ১,৯২৭ টাকা।
রবিবার মধ্যরাত থেকেই নতুন দামে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে হবে ব্যবসায়ীদের। কলকাতায় ১৫.৫ টাকা বেড়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১,৯২৭ টাকা। চেন্নাইতে ১৬ টাকা বেড়ে দাম হল ১,৯৮০.৫ টাকা। রাজধানী দিল্লিতে ১৬.৫ টাকা বেড়ে ১,৮১৮.৫ টাকা ও মুম্বইতে ১৬.৫ টাকা বেড়ে ১,৭৭১ টাকা হয়েছে।
১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করেন হোটেল-রেস্তোরাঁ ও ছোট দোকানদাররা। উল্লেখ্য, ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ৮২৯ টাকা, দিল্লিতে ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫ টাকা ও চেন্নাইয়ে ৮১৮.৫ টাকা।