News details

image

Rabi Mondal / 16 December, 2024

কলকাতায় বিজয় দিবস অনুষ্ঠানে বিষাদের সুর, "পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারিনি" আক্ষেপ বাংলাদেশী মুক্তিযোদ্ধার মুখে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মুক্তিযুদ্ধের ৫৩ তম বিজয় দিবস। বিজয় দিবসের অনুষ্ঠান উপলক্ষে কলকাতায় এলেন ৮জন মুক্তিযোদ্ধারা। সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের এক ব্রিগেডিয়ার জেনারেলও। এদিন তাঁদের মুখে শোনা গেল আক্ষেপের সুর। "পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে পারিনি" বলে মন্তব্য করলেন তাঁরা। 
 প্রত্যেক বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করে ভারতীয় সেনা। ১৯৭১ সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা। সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা। প্রতিবছর এই দিনটি উদযাপন করা হয়। তবে এবারে দুই দেশের সম্পর্কের তিক্ততার জেরে শোনা যাচ্ছিল, এবার বাংলাদেশের প্রতিনিধিদের ছাড়াই বিজয় দিবস পালিত হতে পারে ফোর্ট উইলিয়ামে।অবশ্য ৮ জন মুক্তিযোদ্ধা কলকাতায় এসেছেন বিজয় দিবস উপলক্ষে। মোট নয় জন এই প্রতিনিধি দলে রয়েছে।আগে এই সংখ্যা ছিল ৭০ থেকে ৭২। বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ আনিনুর রহমান। কলকাতায় পৌঁছালে ইস্টার্ন আর্মি কমান্ডের কর্মকর্তারা বাংলাদেশি প্রতিনিধি দলকে স্বাগত জানান। বাংলাদেশের বর্তমান সেনা কর্মীর একজন ব্রিগেডিয়ার সহ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা এই দলে রয়েছেন। 
 বর্তমানে পদ্মাপাড়ে ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে এই প্রসঙ্গে এক মুক্তিযোদ্ধা জানিয়েছেন, "পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কিছু গলদ থেকে গিয়েছিল তাঁদের। সেজন্যই আজ বাংলাদেশে এমন পরিস্থিতি। হয়তো সঠিক পথে নিজের সন্তানদের পরিচালনা করলে আজ এই দিন দেখতে হত না পদ্মাপাড়ের মানুষদের।"
 প্রতিবছরের মতো বিজয় দিবস উপলক্ষে কলকাতার আর্মি সদর দপ্তর ইস্টার্ন কমান্ড, ফোর্ট উইলিয়াম বিজয় স্মারকে হেলিকপ্টার থেকে ফুল বর্ষণ করা হয়। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তারা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণ করে। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।