‘বিজেপির এটাই পুরনো মানসিকতা’, অমিত শাহকে নিশানা আম্বেদকরের নাতির
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি। সংসদ চত্বরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা। শাহের পদত্যাগের দাবি জানিয়েছেন বিরোধীরা। এবার অমিত শাহকে তোপ দাগলেন আম্বেদকরের নাতি তথা বহুজন বিকাশ আঘাড়ির নেতা প্রকাশ আম্বেদকর।
প্রকাশ আম্বেদকর বলেন, “বিজেপির জন্মের আগেই আম্বেদকরের বিরোধিতা করেছিল জনসংঘ ও আরএসএস। সংবিধান যখন গৃহীত হয়, তখনও সেটার বিরোধিতা করেছিল আরএসএস। অমিত শাহের এই মন্তব্য নতুন কিছু নয়। বিজেপির এটাই পুরনো মানসিকতা। আসলে ওরা ওদের পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছে না। যদিও সেটা কংগ্রেসের জন্য নয়, বাবাসাহেব আম্বেদকরের জন্য। ওরা এভাবে আক্রমণ ক্রবেই।“
উল্লেখ্য, মঙ্গলবার সংসদে বিআর আম্বেদকরকে নিয়ে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “এখন এক ফ্যাশন হয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতো তাহলে সাত জন্ম স্বর্গবাস হত।“