সলমান খানকে প্রাণী মারার হুমকি, গ্রেফতার জামশেদপুরের সবজি বিক্রেতা।
সলমান খানকে প্রাণী মারার হুমকি, গ্রেফতার জামশেদপুরের সবজি বিক্রেতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে শেখ হোসেন মুসির নামে ২৪ বছর বয়সী এক যুবক ১৮ই অক্টোবর মঙ্গল পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে সালমান খানকে প্রাণী মারার হুমকি দিয়ে পাঁচ কোটি টাকা দাবি করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে তারপরই মুম্বাই পুলিশ সেই লোকেশন ট্র্যাক করে জানতে পারেন যে মেসেজ করা ব্যক্তিটি ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা এবং একজন সবজি বিক্রেতা। অতঃপর মুম্বাই পুলিশ জামশেদপুরের লোকাল পুলিশের সহায়তা নিয়ে ব্যক্তিকে আটক করেন। তারপর তাকে মুম্বাই নিয়ে আসা হয়।