‘সঠিক পথে তদন্ত করছে না সিবিআই’ অভিযোগ তিলোত্তমার বাবা-মার
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা - ৯০ দিনের মাথাতেও চার্জশিট দিতে পারল না সিবিআই। তাই আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পাশাপাশি জামিন পেয়ে গেলেন তৎকালীন টালা থানার প্রাক্তন আইসি অভিজিৎ মণ্ডলও। ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে দু'জনকে জামিন দিয়েছে আদালত। এরপর এই ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা-মা।
শুক্রবার জামিনের খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন নির্যাতিতার বাবা। রীতিমতো হতাশা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। সংবাদ মাধ্যমের সামনে বললেন "এই ঘটনা আমি খুবই হতাশ। বলার মত কোন কথা নেই আমাদের কাছে। সিবিআই ৯০ দিনের মধ্যে চার্জশিট না দেওয়ায় তাদের জামিন হয়ে গেলো, আর কি বলার আছে?"
নির্যাতিতার বাবা বলেন, "খুবই দুঃখজনক ঘটনা। সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যেই যা করার করব। তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল। সিবিআইয়ের উপর এবার হতাশ হচ্ছি। আমরা আদালতে যাব। আদালত ছাড়া তো আমাদের আর কোনও রাস্তা খোলা নেই।"
সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার মা। তিনি বলেন, "এই ঘটনা আমি খুবই হতাশ। বলার মতো কোন কথা নেই আমাদের কাছে।আমি তো আর সিবিআই নই, তাহলে আমি কাজটা করে দিতাম।"