'আরজি কর হাসপাতাল কি সোনাগাছি', বিস্ফোরক মন্তব্য তিলোত্তমার মায়ের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - 'আরজি কর হাসপাতাল কি সোনাগাছি?' এমনই প্রশ্ন তুললেন তিলোত্তমার মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, সঞ্জয় রায়ের একা ধর্ষণ ও খুন করেছে কিন্তু কেউ টের পেল না?
সূত্রের খবর, আরজি কর কাণ্ডে দোষী একা সঞ্জয় নয়। বারবার এই দাবি জানিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিহত চিকিৎসকের মা বলেন, "যদি মনে করেন, একা সঞ্জয় রায় এসে এই কাজ করে চলে গিয়েছে, কেউ কিচ্ছু টের পায়নি, তাহলে আমার শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদা বলেছিলেন যে এটা আরজি কর হাসপাতাল কি একটা সোনাগাছি। আমি আজ সেই দাদাকে সম্মান জানিয়ে আমি এই কথাটাই মুখ্যমন্ত্রীকে বলব যে আরজি করে ডিউটিরত একজন ডাক্তার একজন সিভিক ভলান্টিয়ারের কাছে খুন হল, ধর্ষণের হল, হাসপাতালের কেউ জানতে পারল না, তাহলে আরজি কর হাসপাতাল কি সোনাগাছি? আরজি কর হাসপাতাল তাহলে এখনই বন্ধ করা হোক।"
প্রসঙ্গত, মাসকয়েক আগে আরজি কর কাণ্ডে একটি আলোচনাসভায় প্রাক্তন আইপিএস অফিসার বলেছিলেন, "জঘন্য, পাশবিক, নারকীয় ঘটনা ঘটতে পারে, কেউ এরকম ভাবতে পেরেছিলেন? এটা কিন্তু অন্য জায়গা হলে আমরা বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত, আমরা বলতাম এটা হতেই পারে। কিন্তু এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতে পারে না।"