তিরুপতি মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মামলা, গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি, অন্ধ্রপ্রদেশ - তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ও মাছের তেল ব্যবহার করার অভিযোগ উঠেছিল। যা সাড়া ফেলে দিয়েছিল দেশজুড়ে। সেই মামলার তদন্তের দায়িত্ব ছিল সিবিআইয়ের কাঁধে। তদন্ত করে ৪ জনকে গ্রেফতার করে সিবিআই।
সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে টেন্ডার হাসিল করার অভিযোগ ওঠে। সেই টেন্ডার অনুযায়ী, তিরুপতি বালাজি মন্দিরে যে ঘি দেওয়া হত তাতে মেশানো হত পশুর চর্বি ও মাছের তেল। সোমবার আদালতে পেশ করা হয় ৪ অভিযুক্তকে। তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জগনমোহন রেড্ডির সরকার থাকাকালীন প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি ও মাছের তেল ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। উল্লেখ্য, গত বছর অক্টোবরে লাড্ডু মামলায় নিরপেক্ষ কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।
দুই সিবিআই আধিকারিক, অন্ধ্রপ্রদেশ পুলিশের দুই আধিকারিক এবং FSSAI-এর একজন শীর্ষ কর্তা নিয়ে গঠিত হয় কমিটি। ৪ মাস পর এই মামলায় ৪ জনকে গ্রেফতার করল সিবিআই।
গ্রেফতারির প্রসঙ্গে সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, তিরুপতি মন্দিরে যে ঘি জোগান দেওয়া হত তাতে ভেজাল মেশানোর অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা - রুড়কির ভোলেবাবা ডেয়ারির প্রাক্তন নির্দেশক বিপিন জৈন, বৈষ্ণবী ডেয়ারির সিইও অপূর্ব বিনয়কান্ত চাবড়া, এআর ডেয়ারির এমডি রাজু রাজশেখরন সহ আরও ১ জন।