তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সাংসদ দেবের সামনেই তুলকালাম দুই দলের
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সাংসদ দেবের সামনেই ধুন্ধুমার দুই দলের। শিশুমেলার আয়োজন নিয়ে এই ঝামেলা বলে খবর। ঝামেলায় আহত দুই পক্ষের বেশ কয়েকজন।
ঘাটালের শিশুমেলা নিয়ে কয়েকদিন আগে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে মিটিং করেছিলেন ঘাটালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শংকর দলুই। দেবের অনুপস্থিতিতে তৈরি হয় কমিটি। তারপর রবিবার ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশুমেলা নিয়ে ফের মিটিং করতে আসেন ঘাটাল লোকসভার তৃণমুল সাংসদ তথা অভিনেতা দেব। সেই সময় স্টেডিয়ামে আসেন শংকর দলুই ও তার দলবল। প্রথমে পরিস্থিতি ঠিক থাকলেও পরে হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়, যা হাতাহাতির পর্যায়ে চলে যায়। তৃণমূল সাংসদের সামনেই চলল কিল, চড়, ঘুষি, লাথি। কোনোরকমে ঘটনাস্থলের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দেবকে। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত ও জেলার মন্ত্রী মানস ভুঁইয়া।
তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে দেব বলেন, ‘১১ বছরের রাজনৈতিক জীবনে এই ধরনার ঘটনা প্রথম ঘটল। আমি একতার রাজনীতিতে বিশ্বাসী। শিশুমেলা নিয়ে অনেক দিন ধরেই সমস্যা চলছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ ঘাটালে ছিলাম। মেলায় স্টলের ভাড়া নিয়ন্ত্রণে রাখা নিয়ে আলোচনা হয়েছিল। তারপরেও এই ঘটনা দুর্ভাগ্যজনক। শুনলাম সকাল থেকে লাঠি রাখা হয়েছিল। প্রশাসন কেন তার উপর নজর রাখেনি তার জন্য তাদের জবাব দিতে হবে। সকলকে নিয়ে মেলা করার কথা বলেছিলাম। এই নিয়ে কোলাঘাটে শঙ্করদার সঙ্গে আলোচনাও হয়।ঘাটালের মানুষকে সম্মান জানাতে এসেছিলাম। এই ধরনের কোনও ঘটনা ঘটবে ভাবতে পারিনি। আমি দুঃখিত ঘাটালের মানুষের কাছে। ক্ষমা চাইছি। দেব সাংসদ থাকুক বা না থাকুক, এমন ঘটনা ভবিষ্যতে কোনদিন ঘটবে না, ঘাটালের মানুষকে কথা দিচ্ছি।'