নতুন নিয়ম জানিয়ে দিলেন চন্দ্রিমা! দল বিরোধী কাজ করলে মিলবে সাসপেনশন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সোমবার কালীঘাটে তৃণমূলের কর্মসমিতির বৈঠক হয়। বৈঠক শেষে নতুন নিয়ম জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান পার্টি বিরোধী কাজ করলে মিলবে শোকজ লেটার ও সাসপেনশন। এই হুঁশিয়ারি কি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের সেই নিয়ে উঠছে প্রশ্ন।
প্রথম থেকেই দলে কোন ঠেসা হচ্ছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়। এবার সেই জল্পনা আরও স্পষ্ট। সোমবার বৈঠকের ডাক পেলেন না তৃণমূলেরই সাংসদ সুখেন্দু শেখর রায়।এমনকী কমিটির কোনো দায়িত্বেই আর রাখা হলো না তাঁকে। আরজি কর আন্দোলনের সময় তিনি বার বার মুখ খুলেছিলেন। এর জেরে অস্বস্তি বেড়েছিল তৃণমূলের। তারপরেও অবস্থান বদল করেননি সুখেন্দুশেখর। তবে তখন সুখেন্দুশেখরকে সরাসরি কিছু বলেনি তৃণমূল। কিন্তু আজকের বৈঠকে কার্যত তীর্যক ভাবে বুঝিয়ে দেওয়া হলো দল বিরোধী কাজ করলে কী হবে। এদিন বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য জানান দলে সংসদ, বিধানসভা ও দলীয় স্তরের শৃঙ্খলারক্ষার উদ্দেশে তিনটি শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হয়েছে। দলবিরোধী কাজ করলে শোকজ করবে ওই তিন কমিটি। এই তিন কমিটি থেকে কোনও শোকজ নোটিস দেওয়া হলে উত্তর দিতে হবে উক্ত নেতাকে। তিনটি নোটিস গেলে, সেই সদস্যকে সাসপেন্ড করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়।
সংসদের ডিসিপ্লিনারি কমিটিতে যুক্ত হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ, দস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ,নাদিমুল হক। দলের ডিসিপ্লিনারি কমিটিতে থাকবেন সুব্রত বক্সি ,অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বোস ,চন্দ্রিমা ভট্টাচার্য। ও বিধানসভার ডিসিপ্লিনারি কমিটিতে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ দেবাশীষ কুমার ,অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম।
শুধু দলের শৃঙ্খলা নিয়ে নয় মুখপাত্র হিসাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে বিভিন্ন নেতানেত্রীকে। এদিন নতুন কর্ম সমিতিতে যুক্ত হলেন বিমান বন্দ্যোপাধ্যায় ,মানষ ভূঁইয়া ,মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় , জাভেদ খান। দিল্লিতে দলের মুখপাত্র হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ,ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব ,সাগরিকা ঘোষকে দায়িত্ব দেওয়া হলো। উত্তরবঙ্গে তৃণমূলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে
গৌতম দেব, উদয়ন গুহ ,প্রকাশ চিক বড়াইককে। ঝাড়গ্রাম নিয়ে বলবেন বিরবাহা হাঁসদা,চা বাগান নিয়ে বলবেন মলয় ঘটক।বাংলার হয়ে বলবেন কুনাল ঘোষ ,শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য। এবং তৃণমূলের তৃণমূলের তরফে মিডিয়া কো- অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হলো অরূপ বিশ্বাসকে।