News details

image

Rabi Mondal / 02 December, 2024

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা - আরজি কর কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে গোটা বাংলা। একের পর এক বিক্ষোভ আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছেন রাজ্যের মানুষ। নারী নিরাপত্তার দাবিতে রাত দখল কর্মসূচি পালন হয়েছিল জেলায় জেলায়। এবার সেই আন্দোলনকে নিয়েই কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র।

নারী সুরক্ষা ও নারী নিরাপত্তায় অপরাজিতা বিল এনেছে রাজ্য সরকার। কিন্তু তাতে এখনও বাকি আছে রাষ্ট্রপতির স্বাক্ষর। অপরাজিতা বিল কে আইনে পরিণত করার ক্ষেত্রে বিন্দুমাত্র উৎসাহ দেখাচ্ছে না কেন্দ্র প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করে এসেছে তৃণমূল। রবিবার সন্ধ্যায় অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরে একাধিক জায়গায় ধর্নার আয়োজন করে তৃণমূল। সেই মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক।

এদিন মঞ্চ থেকে লাভলি সরাসরি আন্দোলনকারীদের আক্রমন করে বলেন, "রাত দখলে কী হচ্ছে! গান বাজনা হচ্ছে। ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, নাটক করছে রাস্তায়, নাচ করছে, মানে নাচন-কোদন চলছে! বয়ফ্রেন্ডরা গার্লফ্রেন্ডদের বলছে, রাত দখলে সারারাত একসঙ্গে থাকা যাবে। গান-বাজনা হবে, নেশা করা হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই কাটবে সারারাত। যারা করছে তাঁদের লক্ষ্য কী? তিলোত্তমার নাকি বিচার চাই।তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মায়ের যন্ত্রণা গুলো বাজারে বিক্রি, রাজনৈতিক মুনাফা লাভ এবং আনন্দ ফুর্তি করতেই রাত দখল।"