নৈহাটিতে সবুজ ঝড়, বড়ো জয় তৃণমূলের
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা – শনিবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ। ফল বেরতেই উচ্ছ্বাস ঘাসফুল শিবিরে। নৈহাটিতে রেকর্ড ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে।
নৈহাটি উপনির্বাচনের গণনা শেষ। সবুজ ঝর নৈহাটিতে। নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে৭৮ হাজার ৬১২ ভোট পেয়েছেন। অপরদিকে বিজেপির প্রার্থী রূপক মিত্র পেয়েছেন ২৯ হাজার ৪১৯ ভোট। এছাড়া কংগ্রেসের প্রার্থী পরেশনাথ সরকার পেয়েছেন মাত্র ৩৮৫৪টি ভোট। দশম রাউন্ডের গণনা সম্পূর্ণ হওয়ার পর ৪৮,৮৭৯ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। তারপরেই উল্লাসে মেতেছে তৃণমূল শিবির।
ফল ঘোষণার পর জয়ী হওয়া তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, 'নৈহাটির মানুষ বিজেপির অপপ্রচারে বিরুদ্ধে রায় দিয়েছেন। মানুষ প্রকৃত সত্য কোনটা তা বুঝেছেন। যারা আরজি কর কাণ্ড নিয়ে আমাদের মুখ্যমন্ত্রির দিকে আঙুল তুলেছিল তারা আজ জবাব পেয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত অপপ্রচার হবে মানুষ ততই তাঁকে আপন করে নেবেন। আজকের ফল তারই প্রমাণ।
নৈহাটিতে জয় নিয়ে উচ্ছ্বাসিত সাংসদ পার্থ ভৌমিক। এদিন জয়ের পর পার্থ বলেন, ‘এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার যে মানুষ মানেনি, তার প্রতিফলন। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই বলেছিলাম, নৈহাটির মানুষ নিশ্চিত ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা রাখে। আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম, দিদিকে আমি কথা দিয়ে এসেছি, ন্যূনতম ৪০ হাজার ভোটে উপনির্বাচনে জিতবে তৃণমূল। আজ তাই হয়েছে। মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা মমতা বন্দোপাধ্যায়ের ওপর আস্থা হারায় নি’।